হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকালে মাদরাসা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম (এম.এ হাসেম হাসু)।
এসময় তিনি শিার্থীদের উদ্দ্যেশ্যে ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনিসহ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য সহ-সভাপতি এমরান হোসেন খন্দকার, অভিভাবক সদস্য হাবিবুর রহমান ভুইয়া, অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবুল বাসার, ফারুক হোসেন মজুমদার প্রমুখ।
সহকারী মৌলভী মো.বরাকাত উল্যাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে শিকদের পে বক্তব্য রাখেন, প্রভাষক মো. শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান ও সহকারী মৌলভী মো. আহসান হাবিব।
শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিার্থী আব্দুস সোবহান, ইসলামী সংগীত ইশরাত জাহান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সাদিয়া আক্তার। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/