
হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান পাটওয়ারীর নেতৃত্বে রাজারগাঁও বাজারে মিছিল, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজারগাঁও বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। মিছিলে ব্যানার, পেস্টুন ও পোস্টার নিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রণণ করেন। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
এরপর রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আশ্রাফ স্বর্ণকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান পাটওয়ারী প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও চারবারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল, গণসংযোগ ও পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্র মিহির রায়, আওয়ামী লীগ নেতা হাফেজ মনির হোসেন, যুবলীগ নেতা জাকির হোসেন, শাহনেওয়াজ মুন্সী, তারেক আজিজ, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ওলি বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বেপারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রলীগ নেতা সোহাগ আহমেদ, বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন, সাকিব আল হাসান, পারভেজ মোশারফ, ফরহাদ হেসেন, রাকিব মিয়াজী, রাসেল খাঁন, গোলাম রাব্বী ও নিশাতসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/