রাজরাজেশ্বর ইউনিয়ন গ্রাম পুলিশকে পরিচয়পত্র প্রদান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের গ্রাম পুলিশদেরকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

গত ৯ মার্চ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশদের হাতে পরিচয়পত্র তুলেদেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হযরত আলী বেপারী
এ সময় ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল চন্দ্র মহাজন, হিসাব সহকারী মুহাম্মদ কাইয়ুম ইসলাম উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, আমাদের গ্রাম পুলিশ সদস্যরা পরিষদের কাজে বিভিন্ন সময়ে উপজেলা পরিষদে যান। তখন কোন ইউনিয়নের গ্রাম পুলিশ অনেকেই জিজ্ঞাসা করেন এবং পরিচয় জানতে চান। যার ফলে আমরা আমাদের ৯জন গ্রাম পুলিশকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিচয়পত্র তৈরী করে দিয়েছি। এখন থেকে তারা এই পরিচয়পত্র ব্যবহর করবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম