‘রাজনীতি নিজেদের পকেট ভারী জন্য নয়’

চাঁদপুর: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, রাজনীতি নিজেদের পকেট ভারী বা আখের গোছানোর জন্য নয়। বঙ্গবন্ধু আর্দশ অনুসরণ করে আসুন সবাই এক সাথে কাজ করে এলাকার উন্নয়ন করি। তাহলে আগামী পাঁচ বছরে কচুয়া হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা। ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেয়েদের লেখা পড়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা নারী-পুরুষ বৈষাম্য দুর করে সমতা ভিত্তিক সমাজ গড়তে কাজ করছি। যারা নেতা হওয়ার স্বপ্ন দেখেন কচুয়ার মানুষের উন্নয়নে কাজ করে মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলেই জনগণ নৌকায় ভোট দিবে।

মাদ্রাসার  পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জাহেদ হোসেন নয়নের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হাসানাত ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান।

আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান নুরে-ই আলম রিহাত, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, স্থানীয় অধিবাসী মাওলানা আব্দুৃল হাই, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও ইব্রাহীম খলিল বাদল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুবলীগ নেতা শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা জীবন মজুমদার প্রমূখ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম