
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতি আদর্শ ও গঠনতন্ত্র মোতাবেক করতে হবে। ব্যক্তিগত কোন বলয় সৃষ্টি করতে দেওয়া হবে না। পদ্মা সেতু দেশে ও জাতির জন্য মহাকর্মজ্ঞ। দেশ ও জাতির কাছে তা তুলে ধরতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হব।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যথাসময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজীসহ জেলা আওয়ামী লীগ, যুুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ফম/এমএমএ/এস.পলাশ/