রবিবার চাঁদপুরের হযরত শাহ্সূফী শাহেন শাহ (রহ:) এর ৯৯ তম বাৎসরিক ওরস শরীফ 

চাঁদপুর:  চাঁদপুরের ঐতিহ্যবাহী হযরত শাহ্সূফী শাহেন শাহ (রহ:) এর ৯৯ তম বাৎসরিক ওরস শরীফ ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
রবিবার ৬ ফেব্রুয়ারি- ২৩ শেষ মাঘ বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক পানামা ডগ ইয়াড মাজার শরীফ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সমাজসেবক আলহাজ্ব ওমর পাটোয়ারী সভাপতিত্বে হযরত শাহ সুফি শাহ্সূফী শাহেন শাহ (রহ:) শাহী মসজিদের ইমাম হযরত মাওলানা গাজী আতিকুর রহমান এর পরিচালনায়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন, শরীয়তপুর, সখিপুর উত্তর তারাবুনিয়া দরবার শরীফ পীর কামেল শাহসূফী  হযরত মাওলানা আবু সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে রাখবেন, হাজিগঞ্জ মাদ্রাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়া প্রভাষক মুফাচ্ছেরে  কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখবেন, নারায়ণগঞ্জের গলাচিপা জামে মসজিদ বন্দর এর খতিব সু-মধুর কন্ঠস্বর পাঞ্জলভাষী হাফেজ মাওলানা মুফতি আব্দুস ছালাম ওয়াজ উয়েসী।
আরো ওয়ায়েজীনে কেরাম আনবেন, গাছতলা দরবার শরীফ সাহেবজাদা হযরত মাওলানা পীরজাদা খাজা জুবায়ের সাহেব, চাঁদপুর বাগাদী আহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব, ২নং বালিয়া শেখ বাড়ি জামে মসজিদ খতিব হযরত মাওলানা আব্দুর রহমান জালালী সাহেব, চাঁদপুর উম্মাহাতুল মো’মিনীন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ তৈয়্যবী, বিশ্ব জাকের মঞ্জিল খাদেম সু-মধুর কন্ঠস্বর তরুন বক্তা মাওলানা হোসাইন আহম্মেদ সবুজ চাঁদপুরী।
আল্লাহর মহান অলির দরবারে হাজির হইয়া দো’জাহানের অশেষ ছাওয়াব  হাছিল করুন, সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাজার শরীফ এর খাদেম মোঃ নবাব খান।
আখেরী মুনাজাতের পর সকল মুসলিমদের মাঝে তবারুক বিতরণ করা হবে।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম