রং তুলির আচড়ে অপেক্ষায় কচুয়ার ৩৯ পূজা মন্ডপ

কচুয়া (চাঁদপুর) : বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজাকে সামনে রেখে এ বছর উপজেলার ৩৯টি পূজা মন্ডপের দেবী মায়ের ভক্তদের মাঝে অন্যান্য বছরের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।  বুধবার মহালয়ের মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে।

আর একেবারে শেষ মূহুর্তে রং তুলির আচড়ে দেবীকে সাজিয়ে তুলতে নির্ঘুম রাত কাটাছে প্রতিমা শিল্পীরা। আর মাত্র ৬দিন পর ৯অক্টোবর ষষ্ঠীতে হবে দেবীর বোধন, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী, ১২ অক্টোবর মহানবমী ও ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবের। এ বছর দেবী দোলায় আগামন, ঘোটকে গমন করবেন।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলায় এবার পৌরসভার ও ১২টিইউনিয়নে ৩৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই ৩৯টি পূজা মন্ডপের মধ্যে সবচেয়ে প্রাচীন পূজা মন্ডপ হচ্ছে উপজেলা পরিষদ সংলগ্ন কোয়া পোদ্দার বাড়ির সর্বজনীন দূর্গা মন্ডপ। এই বছর এ মন্ডপে ১৪৪ তম শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে যাচ্ছে।

পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে হিন্দুদের মাঝে ভীতিকর পরিস্থিতি দেখা দেয়। এখন আতংকের মধ্যে দিনযাপন করছি। দেবীদুর্গা মা যদি কৃপা করে তাহলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারবো। অন্যান্য বছরের মতো আলোক সজ্জা, দৃষ্টিনন্দন গেইট, প্যান্ডেল বাদ দিয়ে সীমিত পরিসরে এই বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রতিমা শিল্পী কালু গোস্বামীর সাথে কথা বলে জানা যায়, ভয়ের মধ্যে দিয়ে শেষ মুহুর্তে এসে তারাহুড় করে কাজ করে রঙের ছোঁয়ায় প্রতিমাকে সাজিয়ে তুলা হচ্ছে। দেবীকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারলেই কাজ করে নিজের মধ্যে শান্তি আসে।

পূজা উদযাপন কমিটির সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, উপজেলার ৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিল্পীরা শেষ মুহুর্তের রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামী দুই/তিন দিনের মধ্যে প্রতিমার কাজ স¤পন্ন হয়ে যাবে। প্রশাসনের কাজ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। আশা করছি ভালো ভাবে পূজা সম্পন্ন হবে।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, প্রতিটি পূজামন্ডপে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। সকল পূজামন্ডপে পুলিশ, আনসার নিয়োগের পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজামন্ডপে বিশেষ নজরে রাখা হবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, উপজেলার ৩৯টি পূজা মন্ডপে সুষ্ঠ ও নির্বিঘ্নে উদযাপন করতে যেকোন অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর সর্বজনীন উৎসব করতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/রাছেল/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম