চাঁদপুর: রংধনু সৃজনশীল নৃত সংগঠনের আয়োজনে মরহুম ইয়াহিয়া কিরন ও মরহুমা তাহমিনা হারুনের স্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকালে চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে এ দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংধনু সৃজনশীল নৃত সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবনের পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
মরহুম ইয়াহিয়া কিরন ও মরহুমা তাহমিনা হারুন ছিলেন চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের সাদা মনের মানুষ ছিলেন। তাহমিনা হারুন ও ছিলেন একই ধরনের ছিলেন। যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে তাহমিনা হারুন পেছনে বসে থাকতে ন।সামনে আসতে বললে ও আসতেন না। তারা এত দ্রুত আমাদেন কাছ থেকে এত কম বয়সে চলে যাবে তা কস্ট দায়ক।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ড্রামার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, নাট্যাভিনেতা মজিবুর রহমান দুলাল, খেলাঘর আসরের দিদারুল আলম, অনন্যা নাট্য গোষ্ঠীর যুগ্ম সম্পাদক মানিক দাস, শাহরিয়া পলাশ, বাপ্পী, রাশেদুল রাব্বি, রাজীব চৌধুরী, রিপন সাহা, মোবারক হোসেনসহ সংগঠনের সকল সদস্য উপস্হিত ছিরেন।
ডি এন স্কুল জামে মসজিদের খতিব মোঃ মোস্তফা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ফম/এমএমএ/