রংতুলির তিন বছর মেয়াদী কমিটি ঘোষণা

সভাপতি বাবলু ও সাধারণ সম্পাদক লিটন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের তিন বছর মেয়াদী কার্যকরি কমিটি ঘোষণা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের রেডচিলি চাইনিজ রেষ্টুরেন্টে মাহবুব আনোয়ার বাবলুকে সভাপতি ও মইনুদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩৫ সদস্য বিষিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কোহিনুর বেগম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাদল, আবদুর শুক্কুর মস্তান, কাজী মাইনুল হক জীবন, মরন পাল, মাইনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার উদ্দিন শিশু, সাংগঠনিক সম্পাদক মৃনাল সরকার, মাকসুদুল ইসলাম রতন, প্রচার সম্পাদক অভিজিত রায়, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন মান্না, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাফানা নামরীন হোসেন মেধা, সহ-সাংস্কৃতিক সম্পাদক কাজী কাবীশা, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা মজুমদার, সমাজ সেবা সম্পাদক ওমর ফারুক, সহ-সমাজ সেবা সম্পাদক মিজানুর রহমান সরকার।

সদস্যরা হলেন-সালাউদ্দিন আহমেদ শান্ত, বৈশাখী তুলি, বাদল মজুমদার, মাহবুব আলম, ফারজানা কুমকুম, রিপন চন্দ্র, রাখি মজুমদার, উম্মে ছালমা, জাকিয়া আক্তার, বিলকিস আক্তার মুক্তা, মো. সাইফুল ইসলাম আকাশ, আবুল কালাম, তাহমিনা আক্তার, সালমা আহমেদ ও আদিব রিজওয়ান।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম