চাঁদপুর : যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে এ.এম.এস নামে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল সন্ত্রাসী অস্ত্রধারী, মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সহায়তায় চাঁদপুর আর্মি ক্যাম্প হতে সদরের মৈশাদী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এ.এম.এস নামে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। উচ্চ আদালতের নির্দেশে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/