চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আনোয়ার নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য এবং বিভিন্ন মাদক ব্যবসার জিনিসপত্রসহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরভৈরবী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার লেফন্যোন্ট জাবিদ।
জানাগেছে, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চরভৈরব হাইমচর এলাকা থেকে আনোয়ার নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে হাইমচর থানার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও রাত দেড়টায় পাশবর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর কাজিচর এলাকায় অভিযান চালিয়ে শ্যামল নামক ব্যক্তির বাসা থেকে মাদকদ্রব্য এবং বিভিন্ন মাদক ব্যবসার জিনিসপত্রসহ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে শ্যামল পালিয়ে যায়।
লেফন্যোন্ট জাবিদ বলেন, হাইমচরের বিভিন্ন স্পটে রাতভর যৌথ বাহিনীর অপারেশন পরিচালনা করা হয়। মাদকমুক্ত চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অপারেশন নিয়মিত পরিচালনা করা হবে।
ফম/এমএমএ/