চাঁদপুর: যে কোন অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা কিছু চাই না। আমরা যা পারি দেবো। এ দেশকে সুন্দর করে আমরা সাজাবো। আমরা অন্যায় করবো না। অন্যায় করতে কাউকে দিবো না। এমন বক্তব্য রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাবুরহাট শাখা সমন্বয়ক মো: সাইফুল ইসলাম ও তোৗহদ পাটওয়ারী।
১৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাবুরহাট শাখার ডাকা প্রেস কনফারেন্সের মাধ্যমে সমন্বয়কগণ যৌথভাবে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন- ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম ও বাবুরহাটস্থ মুক্তিযোদ্ধা সংসদের জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর জরিপ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান ভূইয়া।
সমন্বয়কগণ আরো বলেন, আন্দোলনের এক পর্যায়ে বাবুরহাটস্থ মুক্তিযোদ্ধা সংসদ ও জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর বিভিন্ন মালামাল লুট হয়ে যায়। তারা গত তিন অক্লান্ত পরিশ্রম করে সেই মালামাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর পরামর্শক্রমে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর কর্মকর্তার নিকট হস্তান্তর করে। বাকী মালামাল পুন:উদ্ধারে তারা কাজ করে যাচ্ছে। সহসাই সেগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট অফিসে পৌছাতে পারবেন বলে আশাবাদি।
সমন্বয়গণ দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, আমরা দেশ ও দশের জন্য কাজ করেছি। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে মালামাল উদ্ধার করেছি তা হস্তান্তর করেছি। সারাদেশে এরুপ লুট হওয়া মাল উদ্ধার করে পৌছোনোর অনুরোধ জানান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে সব লুট হওয়া মাল বিভিন্ন বাসা বাড়িতে রয়েছে সেগুলো জমা দেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়। । বাবুরহাটে ও বাজারে সিএনজি এবং বাজারে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। আর যেন কেউ চাঁদাবাজি করতে না পারে সেই জন্য আমরা সর্বদা সজাগ রয়েছি। নারায়নগঞ্জে শহিদ হওয়া শহিদ আ: রহমান এর নাম অনুসারে বাবুরহাটের চৌরাস্তা মোড়টিতে আ: রহমান চত্ত্বর নাম রাখার প্রস্তাব করছি।
সমন্বয়করা বলেন, দুর্নীতি ও অন্যায়ের সাথে আমরা কখনো আপোষ করবো না। জেলা প্রশাসক ও টিএনও মহোদয়ের পরামর্শক্রমে ও দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। অচিরেই সকল ছাত্র সমাজ নিয়ে একটি সংগঠন তৈরি করবো। সেক্ষেত্রে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
ফম/এমএমএ/