যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক

--- ড. মহীউদ্দীন খান আলমগীর,এমপি

কচুয়া (চাঁদপুর): “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে লালন করে কচুয়ায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (০১ নভেম্বর) সকালে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে যুব দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপূর্ণ অবাদন ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সফল উদ্যোক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

মো. মহসিন হোসাইন | ফোকাস মোহনা.কম