
চাঁদপুর: চাঁদপুর বড়স্টেশন এলাকায় যুবলীগ নেতা কুখ্যাত ইকবাল বেপারীর সহযোগী ব্লেকার সেলিম রাঢ়ীকে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর তাকে ছাত্র-জনতার উপর হামলা মামলায় আদালতে প্রেরন করে মডেল থানা পুলিশ।
সেলিম রাঢ়ী নদীপথে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অভিযোগ রয়েছে । তিনি আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে নদী শাসনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বড়স্টেশন যুবলীগ নেতা কুখ্যাত ইকবাল বেপারী একান্ত সহযোগী ছিলেন। ৫ আগস্টের পর ইকবাল বেপারী পালিয়ে গেলেও তার সকল কাজ রক্ষণাবেক্ষণ করে সেলিম রাঢ়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম রাঢ়ী দীর্ঘদিন ধরে নদীপথে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বড়স্টেশন যুবলীগ নেতা কুখ্যাত ইকবাল বেপারী একান্ত সহযোগী হিসেবে সকল কাজ রক্ষণাবেক্ষণ করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া জানান, সেলিম রাঢ়ীকে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/