যুবদল নেতাদের হামলায় বিএনপি নেতা গুরুতর আহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুরে মধ্যরাতে যুবদল নেতাদের হামলায় গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন ব্যাপারী (৫২)। ঘটনাস্থল থেকে তাকে পুলিশ উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শনিবার (১২ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে বিএনপি ওই নেতার বাড়ীর সামনেই এই ঘটনা ঘটে। হামলার সময় স্থানীয়রা আর্শাদ ব্যাপারী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত কবির হোসেনের প্রতিবেশী হেলাল প্রধানের ছেলে রাজিব প্রধান বলেন, আমি আর আহত কবির প্রধান একসাথে গজরা এলাকায় বৈশাখী পালাগানের অনুষ্ঠান দেখতে যাই। বাড়ি ফিরতে রাত আড়াইটার মতো বেজে যায়। বাড়িতে ঢুকার সময় কবির প্রধানের ওপর প্রায় ১৫ থেকে ২০ জন লোক হামলা করে। এসময় তারা চায়নিজ কুড়াল দিয়ে কবিরকে এলোপাথারি কোপায়। রড আর লাঠি দিয়াও ইচ্ছেমতো পিটায়। আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের প্রত্যেককেই আমাদের পরিচিত।

রাজিব প্রধান আরো জানায়, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এই হামলার নেতৃত্ব দেয়। বিল্লাল আর রাসেল মল্লিক কবিরকে চাইনিজ কুড়াল দিয়া ইচ্ছেমতো কোপায়।

আহত কবির হোসেনের স্ত্রী বিউটি আক্তার বলেন, আমার স্বামীর ডাক চিৎকারে আমরা গিয়ে দেখি বিল্লাল প্রধান আর রাসেল মল্লিকে আমার স্বামীকে মারধর করছে। আমার স্বামীকে বাঁচাতে তাদের হাতে পায়ে ধরলে আমি নিজে হামলার শিকার হই। আমার স্বামী অজ্ঞান হয়ে পড়লে তারা পালিয়ে যায়। আমার স্বামীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়েগেলে মাথায় অনেকগুলো সেলাই করতে হয়েছে।

স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় আমরা এগিয়ে যেতে সাহস পাই নাই। হামলাকারীরা কবির প্রধানকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আর রড ও লাঠিদিয়ে ব্যাপক মারধর করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানায়, রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনায় জড়িত একজন আটক আছে। হামলার বিষয়টি স্থানীয় একটি বোরোপিট (মাছ চাষের পুকুর) দখলকে কেন্দ্র করে হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম