চাঁদপুর: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে আশিকাটি ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে এই উপলক্ষে রেলি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ। তার মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা ৫ কোটি। আমাদের দেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সের মানুষ অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমাদের দেশের যুবকরা প্রশিক্ষিত হয়ে বিভিন্ন দেশে গিয়ে কাজ করে রেমিটেন্স প্রদানের করছেন। আপনাদের সেই কষ্টার্জিত অর্থই অর্থনৈতিক ভূমিকায় বিশেষ অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গ্রামীণ জনবলের উপরে। বাংলাদেশের যুব সমাজকে প্রশিক্ষিত করতে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। যুবকরা প্রশিক্ষিত ও দক্ষ সুনাগরিক হয়ে সমাজে বিশেষ ভূমিকা রাখেন তাহলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক রজত শুভ্র সরকার, কর্মসংস্থান ব্যাংক এ আর এম মোঃ কবির হোসেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আহসান উদ্দিন সরকার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে উপস্থাপন করেন উপ-পরিচালক নূর মোহাম্মদ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা এসময় উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা শেষে ১৩ জন যুব উদ্যোক্তার মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ ও ৫ জন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
ফম/এমএমএ/