—যুবক অনার্য
লুন্ঠিত জোছনায় অগ্নিদগ্ধ অধিবাস ধোঁয়াচ্ছন্ন কারখানা
যেনো লাশভর্তি গোডাউন
ভাঙা মন্দির বৃক্ষপোড়া পাখি
নর্দমার পাশে উচ্ছিষ্ট আহারের মতো শিশুটি ‘মা’ বোলে ডাকছে যাকে
সে ছাই হয়ে গেছে
‘বাবা’ বোলে চিৎকার করছে যাকে
সে ভস্ম হয়ে গেছে
আর ওকে পাশ কেটে
চলে যাচ্ছে মৃত্যু ছুঁয়ে ছুটতে থাকা কাদাজলভাঙা মানুষ
কেউ ফিরেও দেখছে না
নর্দমার পাশে নরকদগ্ধ শিশু
যার পাশে ঈশ্বর বোলেও কেউ নেই-
দৃশ্যটি যেনো খুব স্বাভাবিক
আরও বেশি স্বাভাবিক-
কাঁদতে কাঁদতে শিশুটির
কান্না ভুলে যাওয়া
যুদ্ধ
যে-কোনো দৃশ্যকেই করে দেয়
জন্মমত্যুর মতো স্বাভাবিক