যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াদুদের শারীরিক খোঁজ নিলেন ডিসি ও এসপি

চাঁদপুর: চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াদুদ গত ৪ মার্চ সকালে নিজ ঘরে মাথা ঘুরে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম হয়ে গুরুত্ব আহত হন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক এম এ ওয়াদুদকে ১৫ দিনের চিকিৎসা ও বিশ্রামের পরামর্শ দিয়েছন।

কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াদুদের অসুস্থ্যতার খবর পেয়ে তাঁর শারীরিক খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাপহমুদ পিপিএম (বার)। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতি সংগঠক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ তার শারীরিক খোঁজ-খবর নিয়েছেন।

গত ৬ মার্চ শহরের স্টেডিয়াম রোডস্থ আল করিম টাওয়ারের বাস ভবনে গিয়ে কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াদুদের শারীরক খোজ-খবর নেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাপহমুদ পিপিএম (বার)।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুর আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা।

এছাড়াও চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটওয়ারী, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন-আল রশীদ, কণ্ঠশিল্পী সাধনা সরকার ও চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফমএমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম