যুগ্মসচিব হলেন চাঁদপুরের নাজমুল আহসান

চাঁদপুর: চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আজমত উল্লাহ এর জ্যেষ্ঠ ছেলে মোহাম্মদ নাজমুল আহসান সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এর উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হয়। ওই প্রজ্ঞাপনে ১৯৪জনকে উপসচিব পদ থেকে পদোন্নিত প্রদান পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগ দেয়া হয়।
এই প্রজ্ঞাপনে ১৪৬ নম্বর ক্রমিকে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল আহসান।

জানাগেছে, যুগ্মসচিব নাজমুল আহসান দুই ছেলের জনক। একজন নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং অপরজন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী। তাঁর সহধর্মিণী সৈয়দা জেসমিন হক ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের উপপরিচালক পদে কর্মরত আছেন।

এদিকে মোহাম্মদ নামজুল আহসান যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম