যারা সংস্কৃতির চর্চা করে তারা কখনই পথ হারায় না : ড. সরকার আব্দুল মান্নান

চাঁদপুর : রবীন্দ্র-নজরুল স্মরেণ চাঁদপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাউশি এর সাবেক মহাপরিচালক ও  মুজিববর্ষ উদযাপন পরিষদের সদস্য অধ্যাপক ড. সরকার আব্দুল মান্নান।

তিনি বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা কখনই পথ হারায় না। তারা ভালো মানুষ হবে। তারা মা-বাবা, প্রকৃতি ও দেশকে ভালোবাসতে শিখবে। পেপার পেন্সিল দিয়ে ভালো রেজাল্ট শেষ ভালো নয়। সংস্কৃতি চর্চার শিশুরা যেখানেই থাকবে আলোকিত থাকবে। ভালোবাসার শেখার জন্যে একটা পাঠ দরকার আর সে শিক্ষক হচ্ছেন রবীন্দ্র-নজরুল। সংস্কৃতি চর্চার মধ্যে একজনও নষ্ট হয়ে যায় না। তাদের মধ্যে একটা বোধ তৈরী হয়। সংস্কৃতি চর্চার শিশুদের প্রতি আস্থা রাখতে পারেন। বই পড়তে হবে। প্রতিমাসে ক্রয় ক্ষমতার মধ্যে থেকে বই কিনে শিশুদের পড়তে দিতে হবে।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম