যশোরে বঙ্গমাতা আন্ত:জেলা মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট থেকে বিদায় চাঁদপুর দলের

চাঁদপুর: যশোরে অনুষ্ঠিত বঙ্গমাতা আন্তঃজেলা মহিলা বাস্কেটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চাঁদপুর জেলা মহিলা বাস্কেটবল দল।

দলটি শনিবার খুলনা ও দিনাজপুরের সাথে হেরে গিয়েই টুর্নামেন্ট থেকে সটকে পড়েছেন। আর যদি জয়ী হতে পারতেন তাহলে সেমিফাইনালের টিকেট পেতেন।

যশোর বাস্কেটবল মাঠে শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছিলো। টুর্নামেন্টের প্রথমদিনের খেলায় রাজশাহীর সাথে অবশ্য বড় ব্যবধানেই শুভ সূচনা করেছিলো চাঁদপুর জেলার মহিলা বাস্কেটবল দলটি।

শনিবার সকালে চাঁদপুর দলটি প্রথমে অংশ নেয় খুলনা জেলা মহিলা বাস্কেটবল দলের সাথে। দিনের প্রথম খেলাটিতে তারা হেরেছে ৪৬-১৮ পয়েন্টের ব্যবধানে। আর চাঁদপুর জেলা দলের শেষ ম্যাচটি তারা দিনাজপুরের সাথে ২২-১৮ পয়েন্টে হেরে যায়।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা ছিলোঃ সুমাইয়া আক্তার শারমিন, মিতু আক্তার, আয়েশা আক্তার, নোভা, প্রীতি, সুমাইয়া আক্তার রাখী, খাদিজা আক্তার অপু, ছনিয়া আক্তার, ইতি আক্তার, জায়েদা আক্তার, ইসরাত জাহান ফারিয়া, ফারহানা আক্তার মেঘলা। দলের ম্যানেজার ছিলেন শামসুনন্নাহার মেধা ও কোচের দায়িত্বে ছিলেন এম এ জাহিদ।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম