পরস্পর যোগসাজশে আট কোটি ৮৬ লাখ টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরসহ সাতজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
মামলার বাকি আসামিরা হলেন-দ্য ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক রাশেদুল হক চিশতি, সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান, ঋণগ্রহীতা মোহাম্মদ ফারুক, মো. হিরন রহমান ও মো. ইব্রাহিম খান।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণী অনুযায়ী, আসামিরা পারস্পরিক যোগসাজশে ঋণ জালিয়াতির মাধ্যমে আট কোটি ৮৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেন। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।-খবর বাংলানিউজ২৪.কম।
ফম/এমএমএ/