ময়মনসিংহে সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাঙ্গাগীর চত্তরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির জেলা কমিটির সাধারন সম্পাদক মো: শফিকুল ইসলাম  ও প্রচার সম্পাদক শামছুল আলম এর নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও মহানগর কমিটির আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি’র জেলা কমিটির সাধারণ সস্পাদক মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বনেক’র  সভাপতি ও দৈনিক আমাদের কণ্ঠের ষ্টাফ রিপোর্টার মো: খাইরুল আলম রফিক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, জেলা কমিটির  সাংগঠনিক সস্পাদক মো: শামীম হোসাইন, রবিউল আউয়াল রবি, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি মো: সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ময়মনসিংহ জেলা কমিটির সহ সভাপতি আব্দুল কাদির তারা, জাকির হোসেন, যুগ্ন সম্পাদক মো: মাজাহারুল হক, দপ্তর সস্পাদক আবুল বাশার লিংকন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: সোহেল রানা, দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ষ্টাফ রিপোর্টার মফিদুল ইসলাম লাভলু, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ষ্টাফ রিপোর্টার এনামুল হক ছোটন, দৈনিক দেশকাল প্রতিনিধি অজয় সরকার, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির গফরগাঁও উপজেলা শাখা সভাপতি সালাউদ্দিন উজ্জল, সহ-সভাপতি আবু সাঈদ ভুইয়া শাহীন, নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুখলেছুর রহমান , যুগ্ম সম্পাদক হৃদয় হাসান, সোহানুর রহমান সোহান, খোকন সাহা সহ বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম