মৎস্য সম্পদ রক্ষা করার দায়িত্ব জেলেদের : ডিসি চাঁদপুর

চাঁদপুরে জাটকা রক্ষা অভিযান উপলক্ষে নৌ র‌্যালি

চাঁদপুর : চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় জাটকা রক্ষা অভিযান উপলক্ষে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে শহরের বড়স্টেশন মোলহেড থেকে নৌ র‌্যালিটি বের হয়ে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন এলাকা পরিদর্শন করে একই জায়গায় এসে শেষ হয়।

এরআগে বড়স্টেশন মোলহেডে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, নদী হচ্ছে জেলেদের ব্যাংক এবং বড় একটি সম্পদ। আর সেই সম্পদে বা নদীতে মাছ না থাকলে কিভাবে চলবে জেলেরা। নদীতে মাছ থাকলে জেলে ভাইদের টাকা আসবে। তাই এ সম্পদকে রক্ষা করার দায়িত্ব জেলেদের।

ডিসি আরো বলেন, আপনারা যেমন সন্তানকে জন্ম দিয়ে সুন্দরভাবে লালন-পালন করে বড় করেন। পরে সে সন্তানই আপনাদেরকে আবার সেবা করে। ঠিক তেমনই নদীও আপনাদের সন্তানের মত। সে সন্তানকে রক্ষা করা আপনাদের দায়িত্ব।

এসময় বিভিন্ন এনজিও কোম্পানিকে জেলেদের থেকে এই অভিযানকালীন ২ মাস কিস্তি না নেয়ার জন্যে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, ইলিশ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হক।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম