মৌসুম শুরু হলেও মিলছে না ইলিশ

চাঁদপুর: জাটকা শিকারে আট মাসের নিষেধাজ্ঞা শেষে মৌসুম শুরু হলেও অভ্যন্তরীণ নদ-নদীতে মিলছে না প্রত্যাশিত ইলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নদীতে তীব্র স্রোত থাকায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না।

এদিকে সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় সাগর থেকেও ইলিশ আহরণ বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নদীর পানি কমবে এবং তখন প্রত্যাশিত ইলিশ মিলবে বলে ধারণা করছেন মৎস্যজীবীরা।

অপরদিকে আগামী ২৩ জুলাই সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলে সাগর থেকেও প্রচুর ইলিশ আহরিত হবে বলে আশা মৎস্য বিভাগের।

জাটকা (ছোট ইলিশ) নির্বিঘ্নে বড় হওয়ার সুযোগ দিতে সরকার পয়লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস নদ-নদীতে জাটকা শিকার নিষিদ্ধ করে।

বিগত বছরগুলোতে নিষেধাজ্ঞা উঠে গেলে অভ্যন্তরীণ নদীতে প্রচুর ইলিশ পাওয়া যেত। এবার মৌসুম শুরুর সপ্তাহ পার হয়ে গেলেও জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না। পদ্মা-মেঘনায় পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তীব্র স্রোতে জেলেরা নদীতে জাল ফেললেও সেটি টেনে তুলে পাচ্ছেন না ইলিশ। কেউ কেউ দুই-চারটা ইলিশ পেলেও প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের। দামও আকাশচুম্বী।

দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে ইলিশের সংখ্যাও খুবই কম। গত কয়েকদিন মাছঘাটে গিয়ে দেখাগেছে স্বল্প সংখ্যক ইলিশ। স্থানীয় জেলেদের আহরিত এক কেজি ইলিশের মূল্য ২ হাজার থেকে ২২শ’ টাকা। আর হাতিয়া থেকে আমদানি ইলিশের মান ভাল নয়। সব মিলিয়ে ইলিশের এখন বড় আকাল চলছে। তবে ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় জেলেরা কিছুদিন পরে ইলিশ পাবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম