মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পাচ্ছেন চার লেখক-সংগঠক

চাঁদপুর : শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, চাঁদপুর প্রবর্তিত ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার- ২০২৩’ পাচ্ছেন চার গুণী লেখক ও সংগঠক। বাংলা সাহিত্যকর্মে এই চার লেখক-সংগঠকের প্রয়াসকে সম্মান জানিয়ে চারটি শাখায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

১লা জানুয়ারি সোমবার বিকেলে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সাহিত্য মঞ্চের উপদেষ্টা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

২০২৩ সালে চারটি শাখায় ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য
পুরস্কার’ প্রাপ্তরা হলেন- জুনান নাশিত (কবিতায়), রুমা মোদক (নাট্যকলায়), সুমনকুমার দাশ (প্রবন্ধ ও গবেষণায়) ও মাহমুদ কামাল (সংগঠক)।

মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ ঘোষণা প্রসঙ্গে সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক বলেন, ‘আমরা ২০২০ সাল থেকে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার দিয়ে আসছি। সাহিত্যে বিশেষ প্রয়াসের স্বীকৃতিস্বরূপ এবারও চার গুণি লেখক ও সংগঠককে সম্মান জানাতে পেরে আমরা আনন্দ ও গৌরববোধ করছি।’

সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম বলেন, সাহিত্য মঞ্চের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে চাঁদপুর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। চাঁদপুর সাহিত্য সম্মলনের সম্মানিত চার লেখক ও সংগঠকের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ ঘোষণার সময় উপস্থিত ছিলেন, কবি ইকবাল পারভেজ, কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

উল্লেখ্য, ২০২১ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পুরস্কারটি পেয়েছিলেন—মাসুদুজ্জামান (প্রবন্ধ ও গবেষণা), প্রশান্ত মৃধা (কথাসাহিত্য), জাহিদ হায়দার ও শেখ ফিরোজ আহমদ (কবিতা), ফারুক হোসেন (শিশুসাহিত্য) ও ইলিয়াস ফারুকী (সংগঠক)। ২০২০ সালে পুরস্কার পেয়েছিলেন-নাসিমা আনিস (কথাসাহিত্য), সরকার আবদুল মান্নান (প্রবন্ধ ও গবেষণা), মনসুর আজিজ (কবিতা), আহমেদ রিয়াজ (শিশুসাহিত্য) এবং কাজী শাহাদাত (সাহিত্য সংগঠক)।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম