চাঁদপুর: বুধবার (১৫ মার্চ) মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের এক নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন-২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রত্যেকটা কেন্দ্রে প্রয়োজন চেয়ে বেশি ফোর্স মোতায়ন করা হয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এইবার ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ রাখবো। কেন্দ্রের নিরাপত্তা প্রদান, সাধারণ জনগণ যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে গ্রেফতার ও কড়া নজরদারীর মধ্যে রাখা সহ বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার সার্বিক দিক-নির্দেশনায় হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ০৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনে দায়িত্বরত অফিসার ফোর্সদের নির্বাচন করণীয় সংক্রান্তে দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো: আবুল কালাম চৌধুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/