আশিক শিকদার ডিভি লটারিতে আমেরিকায় গিয়ে দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরে। এলাকার মহিলাদের কদর বাড়াতে বউদৌড় প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেয় সে। যারা বিবাহিত তারা নড়েচড়ে বসে।
এমনি একটি গল্প নিয়ে আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বউদৌড়’। মানস পালের রচনা ও শামস করিমের পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, রোবেনা রেজা জুঁই, রিমি করিম, শামীম জামানসহ আরও অনেকে।
ফম/এমএমএ/