
কেশবপুরে বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে হাফসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কন্দর্পপুর গ্রামের রাজমিস্ত্রি হেদায়েতুল ইসলামের মেয়ে হাফসা খাতুন ঘরের ভেতর থাকা সুইচ বোর্ডের বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারের পিন (মাথা) মুখে নিয়ে কামড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনার সময় হাফসা খাতুনের বাবা ও মা কেউ বাড়িতে ছিলেন না।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।ইউনিয়ন পরিষদের মেম্বার মুক্তাহিরুল হক বলেন, হাফসা খাতুনের মা খুলনা হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন এবং তার বাবাও বাড়িতে ছিলেন না। অসাবধনতা অবস্থায় শিশুটি বিদ্যুতে সংযোগ দেওয়া মোবাইলের চার্জারর পিন (মাথা) মুখে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।-খবর কালের কন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/