মৈশাদী ইউপিতে ১ নং ওয়ার্ডে  মেম্বার পদে জনপ্রিয় হাকিম গাজী

চাঁদপুর: আসন্ন ১১ নভেম্বর  চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সদস্য পদে জনপ্রিয় প্রার্থী বর্তমান  ইউপি সদস্য মোঃ হাকিম গাজী। ১নং  ওয়ার্ডের ভোটার ও এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায় তারা এবারের নির্বাচনে এই ওয়ার্ডের জন্য একজন দক্ষ ও ভালো মানুষ নির্বাচিত করবেন।

তারা জানায় এই ওয়ার্ডের জন্য সাধারণ সদস্য হিসাবে আমরা পরিক্ষীত সদস্য হিসাবে মোঃ হাকিম গাজীকে দেখতে চাই।কারন হিসাবে তারা বলেন করোনা কালীন সময়ে থেকে শুরু করে যে কোন বিপদে-আপদে আমরা তার কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়েছি।

সামাজিক কাজ ও ওয়ার্ড বাসীর কল্যানে তার বিকল্প নাই।ওয়ার্ড বাসীর প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তালা মার্কার প্রার্থী বর্তমান ইউপি সদস্য  মোঃ হাকিম গাজী বলেন, আমি বিগত নির্বাচনে ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছি ওয়ার্ড বাসীর  ভোটের মাধ্যমে।

আমি আমার মেম্বারীর মেয়াদ কালে সর্বদা ওয়ার্ড বাসীর সেবা করার কাজে ব্যস্ত ছিলাম।সরকারের দেওয়া প্রতিটি বরাদ্দে  আমার ওয়ার্ডটিকে সম্পৃক্ত করার মাধ্যমে আমি কাজ করে গেছি। আমি বিগত দিনে আমার ওয়ার্ডে রাস্তা-ঘাট, সোলার প্যানেল স্থাপন,পাকা ঘাটলা নির্মান,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,দুগ্ধ ভাতা, ভিজিডি,বিজিএফ সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আমার ওয়ার্ড বাসীকে দিয়ে আসছি। আমি সুখে, দুঃখে আপনাদের পাশে ছিলাম, ভবিৎষতেও থাকতে চাই। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন চাই, আপনারা আমাকে আগামী ১১ নভেম্বর  নির্বাচনে তালা মার্কায় আপনাদের পবিত্র ভোটটি দিয়ে জয়যুক্ত করবেন।

ফম/এমএমএ/

গাজী মোঃ ইমাম হাসান | ফোকাস মোহনা.কম