মৈশাদীর আবদুস শুক্কুর উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশ গমন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের (বসার বাড়ী) আবদুস শুক্কুর গাজী উচ্চ শিক্ষা অর্জনের জন্য বিদেশ গমন করেছেন।

১৬ এপ্রলি তিনি উচ্চ ডিগ্রী অর্জনের জন্য আমেরিকার ওহাইও অঙ্গ রাজ্যের গমন করেন। তিনি বিদেশ গমনের পূর্বে শাহতলী উচ্চ বিদ্যালয় সাবেক খন্ডকালীন শিক্ষক ছিলেন।

আবদুস শুক্কুর গাজী, পিতা মোঃ শহীদ গাজী, মাতা নূরজাহান বেগম, গ্রাম হামানকর্দ্দি, ৮নং ওয়ার্ড, মৈশাদী, চাঁদপুর সদর। তাদের পবিবারে ৭ ভাই ২ বোন। ভাইদের মধ্যে আবদুস শুক্কুর গাজী চতুর্থ।

জানাগেছে, তাদের পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত। আবদুস শুক্কুরের পরিবারের সবাই পিতা ও বড় ভাইয়ের সহযোগীতায় উচ্চ শিক্ষা অর্জন করেন।

আবদুস শুক্কুরের পিতা একজন সামান্য চাটাই ব্যবসা করে অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করেন। আবদুস শুক্কুর আমেরিকার ওহাইও অঙ্গ রাজ্যের ashland city এর ashland university-তে master of educating degree পড়াশুনার জন্য যান।

জানাগেছে, তিনি master of education degree complete এর পর PhD complete করবেন। এ জন্য তিনি সবার কাছে আন্তরিক ভাবে দোয়া কামনা করেছেন। সময় সল্পতার কারণে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকের কাছে বলে যেতে পারেননি। এজন্য তিনি সবার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়েছেন।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম