মৈশাদীতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল

ছবি: ফোকাস মোহনা.কম

চাঁদপুর: আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।

রবিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নের স্রোতধারায় শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে আগামী ১১ নভেম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে ইউনিয়নের সকল ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন নৌকার মাঝি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।

এসময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহালম মিয়া, সহ সভাপতি মোঃ বোরহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, ইউপি সদস্য বজলুল গনি জিলন, মোশারপ হোসেন বেপারী, আ’লীগ নেতা মোফাজ্জল হোসেন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন মৃধা সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম