চাঁদপুর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খানের সমর্থিত নেতাকর্মীদের শোডাউন অংশ গ্রহন করেছেন।
মৈশাদী ইউনিয়নের তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ, আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আজাদ খান তৃণমূলের বর্ধিত সভায়,তৃণমূলের সমর্থন নিয়েই নৌকার পালের প্রত্যাশায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বিপুল পরিমাণ নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা নৌকার স্লোগান দিয়ে আজাদ খান কে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি করেন। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ বর্ধিত সভায় যোগদান করেন।
আজাদ খান একজন,ক্লিন ইমেজের একজন মানুষ হওয়ায় বর্ধিত সভার বাহিরে নেতাকর্মীরা তার পক্ষে শ্লোগান দিতে থাকেন। তরুন এ নেতা ইউনিয়নের তৃণমূলের ব্যাপক পছন্দের প্রার্থী বলে তার সমর্থকরা জানান।
ফম/এমএমএ/