মৈশাদীতে অসহায় কার্ডধারীদের মাঝে টিসিবির পন্য বিতরণ 

মৈশাদী ইউনিয়নে অসহায় কার্ডধারীদের  মাঝে টিসিবির পন্য  বিতরণ করেন  ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী।
চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নে অসহায় কার্ডধারীদের  মাঝে টিসিবির পন্য  বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট)  ইউনিয়ন পরিষদে অসহায়  কার্ডধারীদের মাঝে এই টিসিবির পন্য বিতরণ করা হয়। মোট ৪৭০ টাকার এই প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল,  ২ কেজি তেল। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী, ইউপি সচিব শংকর আচার্য্য।
এদিন এই ইউনিয়নের ৭৮৪ জন কার্ডধারীর মাঝে টিসিবির পন্য বিতরণ করা হয় ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম