মৈশাদির চেয়ারম্যান প্রার্থী অলি পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানের অভিযোগ!

চাঁদপুর: আগামী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে ভোটগ্রহন। এতে ৬নং মৈশাদী ইউনিয়নে আনারস মার্কায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু জাফর মোহাম্মদ ছালেহ (অলি পাটওয়ারী)। নির্বাচনে তার প্রচারণাসহ নানাভাবে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে।

এসব বিষয়ে তিনি সোমবার (১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি জানান, আমার নির্বাচনী মার্কা আনারস পাওয়ার পর হতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম ও তার কর্মী বাহিনী আমাকে মাইকিং করা, পোস্টার লাগানো, গণসংযোগসহ নির্বাচনী কোন কাজ করতে দেয়া হচ্ছে না।

এছাড়া ভোটারদের কাছে ভোট চাইতে গেলে তিনি প্রতিদিন বাড়ীতে লোক পাঠিয়ে হুমকি ও ধমকি দিয়ে আসছে। আমি যেন নির্বাচনের মাঠে প্রচারণায় না নামি। আমাকে নির্বাচনী মাঠ হতে সরে গিয়ে ঢাকা চলে যেতে বলে তার কর্মী বাহিনী এবং আমার কোন নির্বাচনী এজেন্ট নির্বাচনের দিন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে হুমকি দেয়। আমি নির্বাচনের দিন কেন্দ্রের কাছেও যেতে পারব না। আমাকে নির্বাচনের দু’দিন আগে গৃহবন্দি রাখার হুমকি দেয়।

বর্তমানে আমি আমার বাড়ি ছাড়া নির্বাচনী এলাকার কোথায় যেতে পারছি না। এখনও আমি নিরাপত্তা হীনতাসহ বাড়ীতে অবস্থান করছি। তারা আমার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছে। যদি কোন সমর্থক বাড়িতে ভোট চাইতে যায়, তাদেরকে শারিরীকভাবে নির্যাতন করা হয়। আমি এখন নিজেও নিরাপত্তা হীনতায় ভোগছি। আমাকে মেরে ফেলাসহ শারীরিক নির্যাতনের হুমকি দেয়া হচ্ছে।

এছাড়াও আমার ভোটার ও সমর্থক সকলেই নিরাপত্তাহীনতায় ভোগছি। বিপরীতে উল্লেখিত প্রার্থীর বিভিন্ন লোকের মাধ্যমে আমার বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হীন অপচেষ্টায় লীপ্ত আছে।

তিন আরো জানান, আমার নিজের নিরাপত্তাসহ আমার সমর্থকদের নিয়ে নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশে সৃষ্টি করে সুযোগ করে দেয়ার জন্য প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম