মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধানের উদ্যোগে ২নং ও ৭নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকালে শিকিরচর বেড়ীবাঁধের উপর বটতলায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলাউদ্দিন প্রধান।
অনুষ্ঠানে সমাজসেবক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা নুর হোসেন’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন প্রধান বলেন, আমি সুখে দুঃখে ছেঙ্গারচর পৌরবাসীর পাশে আছি এবং থাকবো। আমার সাধ্য অনুযায়ী সবসময় মানুষের সেবা করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আসন্ন নির্বাচনে আমি মেয়র প্রার্থী হব। সবাই আমার জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/