
চাঁদপুর : মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় চাঁদপুর আল-মানার হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
সোমবার (৩১ জুলাই) দুপুরে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩০ জুলাই) চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় চাঁদপুর আল-মানার হাসপাতালে মেয়াদউত্তীর্ণ রিজেন্ট পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও রোগীদেরকে প্রদত্ত সেবা বা টেস্ট ফি না রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য হাসপাতাল কতৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল প্রতিবেদককে জানান, গতকাল রোববার (৩০ জুলাই) নিয়মিত বাজার তদারকি অভিযানে শহরের মিশন রোড এলাকায় চাঁদপুর আল-মানার হাসপাতালে মেয়াদউত্তীর্ণ রিএজেন্ট পাওয়ার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে এবং রোগীদেরকে প্রদত্ত সেবা বা টেস্ট ফি না রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য হাসপাতাল কতৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায় কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে।
মোহাম্মদ নূর হোসেন রুবেল জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান স্যারের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। অভিযানে সহযোগিতা করেন, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
ফফম/এমএমএ/