চাঁদপুর : চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে লিটন ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বিভিন্ন কসমেটিকস আইটেমের খুচরা মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ বাজার তদারকির অংশ হিসেবে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে লিটন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায়,মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং বিভিন্ন কসমেটিকস আইটেমের খুচরা মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/