চাঁদপুর : চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক সদরের ওয়্যারলেস বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কেক বিস্কুট, আচার, পেপসি পাওয়ায় মেহেরুন স্টোরকে ১০ হাজার টাকা এবং একই কারণে লিটন স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/