চাঁদপুর : চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার ও অবৈধভাবে কসমেটিকস বিক্রি করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ ০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আজ বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজার একটি কনফেকশনারীতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কেক পাওয়ায় ৫০০০ টাকা এবং একটি স্টোরে অবৈধভাবে আনা বিদেশী কসমেটিকস বিক্রি করায় ২০০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, একই সময়ে পুরান বাজার বিভিন্ন দোকানে খোলা সয়াবিন তৈল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/