
চাঁদপুর: মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রিয় শহীদ মিনার থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের হাকার্স মার্কেট, শপথ চত্বর, জোরপুকুরপাড়, নতুন বাজার, হাজী মহসিন রোড, ছায়াবানী মোড়, চিত্রলেখা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি বলেন, মেট্রোরেল গণপরিবহনে বিপ্লব নিয়ে এসেছে। আমরা স্মার্ট যানবাহনের যুগে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র ৭০০ মার্কিন ডলার মাথাপিছু আয় থেকে ২৮২৪ মার্কিন ডলারে উন্নীত করে, ৪০ ভাগ বিদ্যুতায়নের দেশকে শতভাগ বিদ্যুতায়নের দেশে পরিণত করে তাঁর নেক্সট টার্গেট হিসেবে নির্ধারণ করেছেন স্মার্ট বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল তৈরি করে শেখ হাসিনা আরেকটি বিপ্লব ঘটাবেন। মেট্রোরেলের কারণে দেশের জিডিপি বাড়বে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান হোসেন রাজু, সহ-সভাপতি সাইফুর রহমান মিশু, ইমরান খান শাওন, অপু কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু, মো. মাসুদ মোল্লা, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের মাহমুদ হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মো. সোহেল হোসাইন ও সাধারণ সম্পাদক সাইফ হোসাইনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি মাঠে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশে সূচিত হলো আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায়।
ফম/এমএমএ/