মেজর (অবঃ) রফিকুল ইসলামের মনোনয়ন প্রাপ্তির খবরে নেতাদের উল্লাস

শাহরাস্তি (চাঁদপুর):চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের মনোনয়ন প্রাপ্তির খবরে উল্লাস ও শোকরানা মিছিল করেছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। 
রোববার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন কমিটির ঘোষণার পর থেকে উল্লাসে ফেটে পড়ে গোটা উপজেলার আওয়ামী সমর্থকেরা।
বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ শেষে উল্লাসী নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শাহারাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় মিলিত হয়। সেখান থেকে একটি মিছিল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাহার উদ্দিনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম