মতলব উত্তর (চাঁদপুর): দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উন্নয়নে ৩৪৭ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকার সংস্কার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের জঙ্গল ইসলামাবাদ চৌরাস্তা থেকে মিছিলটি বের করা হয়।
সুজাতপুর বাজার ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে পুণরায় চৌরাস্তায় গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলে নেতৃত্ব দেন ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য শরীফ সরকার, ইসলামবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল উদ্দিন ভূঁইয়া, ইসলামবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাসেল বাবু, আলমগীর মেম্বার, খলিল মেম্বার, সালাম মেম্বার, রিয়াদ মেম্বারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/