চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় ব্যস্ত শত শত জেলে। তাদের নৌকার ইঞ্জিনের কালো ধোয়ায় ছেয়েগেছে নদী। টাস্কফোর্সের ধাওয়া খেয়ে ৫ মিনিটেই নদী থেকে সরে যান জেলেরা। ঠিক এই সময়ে ইলিশ ধরার জন্য নদীতে ফেতে রাখা ১১ লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেন টাস্কফোর্স। একই সাথে জব্দ হয় ৩০ কেজি ইলিশ মাছ।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার আলুবাজার, হরিণা, রাজরাজেশ^র, আখনের হাটসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদিপ ভট্টচার্য কোস্টগার্ড ও নেভির সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ জানান, আজকে জোয়ারের সময় মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকায় অভিযান করা হয়। নদীতে গিয়ে দেখা যায় অসংখ্য নৌকা। জেলেদের নৌকার কালো ধোয়ায় ছেয়ে গেছে। ৫মিনিটের মধ্যে ধাওয়া দিয়ে সব জেলেদের নদী থেকে সরিয়ে দেয়া হয়। জোয়ারের পুরো সময় আরএকটি জেলেও নামতে পারেনি এই এলাকায়।
তিনি আরো বলেন, জেলেদের ফেলে যাওয়া জালগুলো দ্রুতই তুলে ফেলা হয়েছে, যেনো মা ইলিশ ধরা না পড়ে। এসময় ১১লাখ ৯০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশ মাছগুলো সরকারি শিশু পরিবারকে দিয়ে দেয়া হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশ রক্ষায় সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/