
চাঁদপুর: মেঘনা নদীর চাঁদপুর সদর এলাকায় দুইদিন বিশেষ কম্বিং অপারেশনে ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্টজাল, ১টি পাই জাল ও ১টি মশারি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এই তথ্য জানান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং রাজস্ব খাতের আওতায় অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, নৌবাহিনীর এক্সটেনশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম সম্রাট, বাংলাদেশ নৌবাহিনী ও নৌপুলিশ টিম।
অপরদিকে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১টি পাইজাল, ১ টি মশারি জাল এবং ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, নৌবাহিনীর এক্সটেনশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম সম্রাট, বাংলাদেশ নৌবাহিনী ও নৌপুলিশ টিম। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দুই দিনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ফম/এমএমএ/