মেঘনায় ইলিশ কম, ধরা পড়ছে পাঙ্গাস

চাঁদপুর : চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিরাপদে ইলিশ ডিম ছাড়ার লক্ষে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণে নেমেছে জেলেরা। ৬ থেকে ৭ ঘন্টা নদীতে বিচরণ করে ইলিশ কম পেলে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। একেক জেলে নৌকা ১০-১৫টি করে পাঙ্গাস মাছ পাচ্ছে। একই সাথে পাচ্ছে ইলিশ মাছ। আবার জমে উঠেছে মেঘনা পাড়ের আড়ৎগুলো। আসতে শুরু করেছেন পাইকারী ও খচুরা ক্রেতারা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনার পাড়ে গিয়ে দেখাগেছে আড়ৎ বেশ জমাজমাট। বড় বড় ট্রলারগুলো ঘাটে এসে ভিড়ছে। ট্রলার থেকে আড়তে নামানো হচ্ছে ইলিশ সহ বড় বড় সাইজের পাঙ্গাস। জেলেরা তাদের নির্দিষ্ট আড়তে মাছগুলো উঠাচ্ছে। হাকডাক দিয়ে বিক্রি হচ্ছো পাইকারী ও খচুরা।

সদরের হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের জেলে আলম ও মোহাম্মদ হোসেন জানান, গত মধ্যরাতে ১০ জন জেলে নৌকা নিয়ে নদীতে নেমেছেন। ভোরে আড়তে এসেছেন। ইলিশ মাছ পেয়েছেন প্রায় ৩০ কেজি। বেশী পেয়েছেন পাঙ্গাস। তাদের পাওয়া ৮টি পাঙ্গাস মাছের মধ্যে প্রতিটি বিক্রি হয়েছে ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। ইলিশের চাইতে পাঙ্গাস পেয়ে তারা অনেক আনন্দিত। গোল্টি জালেই পাঙ্গাস বেশী ধরা পড়ে।

চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকা থেকে হরিণা আড়তে ইশিল কিনতে এসেছেন রাকিব হোসেন তার চাচা আব্দুল্লাহ। রাকিব বলেন, ইলিশ শহরের বাজারের চাইতে হরিণা আড়তে দাম কম। তিনি ৬টি বড় সাইজের ইলিশে ডাকে কিনেছেন ২ হাজার ৮শ’ টাকা দিয়ে। ওজন হবে ৫ কেজির চাইতে বেশী।

আড়ৎ থেকে ঠিকা ছোট ও বড় সাইজের ইলিশ ক্রয় করে স্তুপ করছেন ব্যবসায়ী জাহাঙ্গীর গাজী। তিনি বলেন, আমি সব সময় এই আড়ৎ থেকে পাইকারী ইলিশ ক্রয় করে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে বিক্রি করি। ভোরে আসা হয়েছে আড়তে। ২২ দিন পর আজ শুরু হলো ব্যবসা। ইলিশের দাম মোটামোটি ভাল। তবে পাঙ্গাসের আমদানি অনেক বেশী। ১৪টি আড়তের মধ্যে অধিকাংশ আড়ৎই আজকে পাঙ্গাস বিক্রি হচ্ছে।

ঘাটের প্রবণী মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সৈয়াল বলেন, অভিযান মাত্র শেষ হয়েছে। জেলেরাও মধ্যরাত থেকে নেমেছে নদীতে। ভোর থেকেই ইলিশসহ পাঙ্গাস মাছ আসছে। আশা করা হচ্ছে ইলিশ ও পাঙ্গাসের আমদানি হবে।

অপর মাছ ব্যবসায়ী মোক্তার গাজী বলেন, প্রতিটি পাঙ্গাস মাছ গড়ে ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা বিক্রি হচ্ছে। আমাদের আড়তের মাছগুলো ঠিকা বিক্রি হয়। ইলিশ প্রতি হালি বড় সাইজের ২হাজার থেকে ৩ হাজার টাকা। ছোট সাইজের ইলিশের হালি ৪শ’ ও ৫শ’ থেকে সর্বোচ্চ এক হাজার টাকা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম