মেঘনায় অভিযানে ৪ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার হরিণা মৎস্য আড়ত ও সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ৩টি মশারি জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। একই সময়ে জাটকা জব্দ করা হয়েছে ৬৫ কেজি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার নৌ-সীমানা ও হরিণা ফেরিঘাট মৎস্য আড়তে অভিযান করা হয়।

এ সময় ৪ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজাল, ২টি মশারিজাল জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় ৬০ কেজি জাটকা।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ-পুলিশ টিম ।

জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো এতিমখানা ও গরিব দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে ২৩ জানুয়ারি মেঘনা নদীর সদর এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় ৩ লাখ মিটার কারেন্ট জাল, ১টি বেহুন্দি জাল ও ১ টি মশারি জাল জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় ৫ কেজি জাটকা।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. মুশফিকুর রহমান, বাংলাদেশ নৌবাহিনী এবং নৌ পুলিশ টিম। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো গরিব মানুষদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম