চাঁদপুর : চাঁদপুর মেঘনা নদীতে বিভিন্ন পয়েন্টে কাগজপত্র ত্রুটি বিচ্যুতির কারণে ৫টি বাল্কহেডসহ বাল্কহেডে থাকা ৫ সুকানি আটক করা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহমেদ এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে এসব তথ্য নিশ্চিত করেন।
আটক সুকানি হলেন-সুকানি মো. কামাল (৩৬), মো. ইব্রাহীম (৪৫), আবদুল করিম (৩০), মো. আব্দুর রহিম (৩৫) ও মো. হাসান (৪২)।
ওসি কামরুজ্জামান বলেন, আটক বাল্কহেড ও আটক ব্যাক্তিদের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা আটক বাল্কহেড ও ৫ সুকানির বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌযান চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) মোতাবেক মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন।
ফম/এমএমএ/