মেঘনায় বালুবহনকারী বাল্কহেডসহ আটক ৪

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালুবহনকারী একটি বাল্কহেডসহ ৪ দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম. ফজলুর রহমান।
তিনি
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীতে বাল্কহেড এবং ড্রেজার উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন চাঁদপুর সদর সংলগ্ন রাজ রাজেশ^র এলাকায় মেঘনা নদী হতে অবৈধ বালু বহনকারী একটি বাল্কহেডসহ ৪ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটক দুষ্কৃতিকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর নৌথানায় হস্তান্তর করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম