চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৮জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) রাতে এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ২৮ মার্চ দিনগত রাতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে সদর উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ পদ্মা মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় জাটকা ধরার অপরাধে দুলাল গাজী (২৮), মো. রিয়াজ হোসেন (৫৫), সেলিম গাজী (৫৫), মো. বিল্লাল জমাদ্দার (৩৫) ও আলম হোসেনকে (৩২) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে কারাদন্ড প্রদান করেন। এ সময় জেলেদের কাছ থেকে ৫শ’ মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
অপরদিকে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় মো. সোহেল রানা (২০), রাজু (১৯), দেলোয়ার হোসেন (২২), রায়হান (১৯), শরীফ হোসেন (২১), নোয়াব রাঢ়ী (২০), মো. জাহিদুল ইসলাম (১৯), বাবু রাঢ় কে (২০) আটক করা হয়।
ওই সময় জেলেদের কাছ থেকে ৬শ’ মিটার কারেন্টজাল, ২০০ পোনা জাল, ৫টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। আটক ৮ জেলে বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
ফম/এমএমএ/